নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে অতিমুনাফা, পণ্যমজুদের দায়ে ৪ পাইকারি ব্যবসায়ীকে ১লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও দ্র্ব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে পরিচালিত মোবাইল কোর্ট।
সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সোহাগপাড়া বাজারে অভিযান চালিয়ে এই অর্থদল্ড দেওয়া হয়।
অর্থদণ্ড প্রাপ্তদের মধ্যে সোহাগপাড়া বাজারের পাইকারি ব্যবসায়ী লুৎফর রহমানকে ২০ হাজার টাকা, বিল্পব সরকারকে ৩০ হাজার টাকা, রতন সরকারকে ৩০ হাজার টাকা ও শরিফুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়।
…বাসাইলসংবাদ/২৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন