নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে লকডাউনের নামে স্থানীয় রাস্তাগুলোতে দেয়া বাঁশের বেড়ায় নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। কিছু অতি উৎসাহীদের এমন কাণ্ডে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়।
সরেজমিন উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু এলাকা পরিদর্শন ও খবর নিয়ে জানা গেছে এলাকার কিছু তরুণ- যুবক মিলে বাঁশ, গাছের ডাল ইত্যাদি দিয়ে রাস্তা অবরুদ্ধ করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এতে করে ওইসব এলাকায় অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হওয়াসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে জনমনে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে স্থানীয় রাস্তাগুলোয় ব্যারিকেড সৃষ্টি করে তার ভেতর তরুণ-যুবকরা আডায় মেতে উঠছে। কিছু কিছু জায়গায় মাদকসেবীদের উপদ্রবও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
মির্জাপুর পৌরশহরের মনোহারি ব্যবসায়ী মোতালেব মিয়া বলেন, ‘শহরের বাঁশের বেড়া দেখা না গেলেও গ্রামের প্রায় প্রতিটি স্থানীয় রাস্তায় দেওয়া হয়েছে বাঁশের বেড়া। ফলে ব্যবসায়ীক প্রয়োজনে শহরে আসতে বিপত্তি ঘটছে।’
এছাড়াও ফেসবুকে এমন কাজের প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন অনেকেই। যেখানে অনেকেই মন্তব্য করছেন, আসলে লকডাইন মানে কি যারা এসব করছেন তারা তা জানেইনা। এসব করে তারা গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছে জরুরি সেবা পৌছানোর ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। কেউ কেউ বলেছেন, প্রয়োজন হলে প্রশাসন লকডাউন করবে। নিজেদের এমনটা করার অর্থ কি? এছাড়া অনেকেই মন্তব্য করেছেন যারা এই বাঁশের বেড়া দিয়ে লকডাউন করছেন তারা নিজেরাই সামাজিক দূরত্ব রজায় রাখেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, ‘ইতোমধ্যে যেসব এলাকায় রাস্তায় ব্যারিকেট দেয়া হয়েছে ওই সব এলাকার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশনা দেয়া হয়েছে যেন রাস্তার উপর ব্যারিকেটগুলো ভেঙ্গে দেয়। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ১১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন