নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে হচ্ছে কিনা ও করোনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাড়ি পরিদর্শনসহ হাট বাজারে লিফলেট বিতরণ করেছেন সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাকসুদা খানম।
শুক্রবার (২০মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় এই পরিদর্শন করা হয়। সে সময় উপজেলার মহেড়া ইউনিয়নের হাতকুড়া গ্রামে হাবিব (৪২) নামে সিঙ্গাপুর ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈনুল হক।
এছাড়াও বাজারে পেয়াজ, চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সন্ধ্যায় মির্জাপুর বাজার পরিদর্শনে যান এসিল্যান্ড মো.মঈনুল হক। পরিদর্শন করেন বেশ কয়েকটি চালের আড়ৎ। অতিমুনাফা থেকে বিরত থেকে অন্ততপক্ষে এই দুঃসময়ে সবাইকে সৎ থাকার পরামর্শ দিয়ে ব্যবসায়ীদের তিনি সতর্ক করেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, ‘বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন না থাকার বিষয়টি আমরা সর্বোচ্চভাবে মনিটরিং করার চেষ্টা করছি। পাশাপাশি এই দুঃসময়ে বাজারে নিত্যপণ্যের মূল্য যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারেও আমরা তৎপরতা আছি। সামনে আরও কঠোর হবো।’
…বাসাইলসংবাদ/ ২০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন