নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো এক করোনা রোগী শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে (০৭ই এপ্রিল) শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার (০৮ই মার্চ) মধ্যরাতে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।
প্রশাসন সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জে চাকরি করতেন। গত রোববার তিনি মির্জাপুরে আসেন। এরপর তার দেহে করোনার উপসর্গ দেখা দিলে ওইদিনই তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাতে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকছুদা খানম জানান, মির্জাপুরে এ পর্যন্ত ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো একজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির আশেপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ০৮ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন