নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : বিশ্বব্যাপি করোনা আতঙ্ক। ব্যতিক্রম নয় বাংলাদেশও। অনেকটাই গৃহবন্দি জীবন যাপন করছে মানুষ। এরমধ্যেও বাসাবাড়িতে চুরির ঘটনা যেন নিতান্তই অস্বাভাবিক। তবুও এই অস্বাভাবিক ঘটনাই ঘটলো টাঙ্গাইলের মির্জাপুরে। তাও আবার অভিনব কায়দায়।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার পৌর শহরের ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুড়ী গ্রামের আব্দুল বারেকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। আলমারি ভেঙ্গে চোরেরা চুরি করে নিয়ে যায় দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ৩৪ হাজার টাকা।
ভুক্তভোগী আব্দুল বারেক জানান, শনিবার ভোর বেলা তার ভাবি বাড়িতে চোর এসেছিলো বলে তাদের ডাকাডাকি করে। এরপর ঘুম থেকে ঘরের সবাই তার ওই বাড়িতে গিয়ে একটি শার্ট ও একজোড়া জুতা পরিত্যাক্ত অবস্থায় দেখতে পায়। এ সময় কিছুক্ষণ ওই বাড়িতে অবস্থান করে নিজ বাড়িতে ফিরে এসে দেখেন তার ঘরের আলমারি ভাঙ্গা ও আলমারি থেকে ১ টি স্বর্ণের বালা, দু’টি আংটি ও নগদ ৩৪ হাজার টাকা গায়েব। বুঝতে পারেন রাতের বেলা কৌশলে বাহির থেকে ঘরের দরজা খুলে ঘটানো হয় এই চুরির ঘটনা।
এ ঘটনায় মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন।
উল্লেখ্য, ওই এলাকায় এরআগেও বহুবার বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকাটি মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হওয়ায় মাঝে মাঝেই এই চুরির ঘটনা ঘটে। এলাকাটি মাদকসেবীমুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।
…বাসাইলসংবাদ/৩০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন