ক্রীড়া ডেস্ক : ক্রিকেটাররাও করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়াম্যান জালাল ইউনুস। সোমবার গুলশানে বিসিবির টিভি স্বত্ব ঘোষণার অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি।
তিনি বলেন, এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান ভ্যাকসিন প্রয়োগে ক্রিকেটারদের অগ্রাধিকারের বিষয়ে আশ্বাস দিয়েছেন। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ক্রিকেটাররা অগ্রাধিকার পেলে দ্রুতই ঘরোয়া ক্রিকেট শুরু করা যাবে বলে মনে করেন জালাল ইউনুস।
বিসিবির মিডিয়া কমিটির চেয়াম্যান বলেন, ‘ভ্যাকসিনের প্রয়োগ যদি শুরু হয়ে যায়, তাহলেই নিয়মিতভাবে খেলা শুরু করবো। আমরা তো চাই-ই আমাদের খেলা শুরু হোক।’
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সিরিজ-টুর্নামেন্ট আয়োজন হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের মতো জটিল ব্যবস্থাপনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিও এভাবে আয়োজিত হচ্ছে। তবে ভ্যাকসিন প্রয়োগের পর জৈব সুরক্ষা বলয় কিছুটা শিথিল করা সম্ভব হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
বাসাইলসংবাদ/ ১৮ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন