নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গরু চুরির ঘটনায় চোরচক্রের তিনজনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।
আটককৃতরা হল, সাভার উপজেলার বইলাচর এলাকার মৃত আব্দুল গনির ছেলে আবুল হোসেন (৪২), উপজেলার ডিগ্রীচর গ্রামের ভোলা আকন্দের ছেলে কদ্দুস (৩২) ও একই গ্রামের মজিদের ছেলে মাসুদ (৩৭)।
রোববার (০১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ধুবলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, রোববার দিবাগত রাতে চোরচক্র উপজেলার ধুবলিয়া এলাকার তোরাব আলীর বাড়িতে দুইটি গরু চুরি করে। চুরি হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা চোরদের পিছু নেয়। পরে চোরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।
অন্যদিকে থানার উপ-পরিদর্শক লিটনের নেতৃত্বে আটক চোরের দেয়া তথ্যমতে সোমবার উপজেলার চরাঞ্চল ডিগ্রীর চর থেকে আরো দুইজন চোরকে গরুসহ আটক করে।
…বাসাইলসংবাদ/ ০৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন