নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী করোনা প্রতিরোধে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক এবং হ্যান্ড গ্লাভস দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমানের কাছে জাতীয় পার্টির সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল রেজা এসব সামগ্রী তুলে দেন।
এসময় বাসাইল উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আকবর আলী খান, দলটির পৌর শাখার সভাপতি সার্জেন্ট মোশারফ হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে বুধবার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪টি পিপিই দেয়া হয়।
এ বিষয়ে কাজী আশরাফ সিদ্দিকী বলেন, ‘জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মাননীয় প্রধানমন্ত্রীর ৭২হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছেন। করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় পার্টির নেতাকর্মীদের সরকারকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তার ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।’
…বাসাইলসংবাদ/ ০৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন