নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার এবং জরুরিকাজে নিয়োজিত ৫০জনকে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।
করোনাভাইরাস মোকাবেলা করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বুধবার (২ এপ্রিল) দুপুরে এসব পিপিই বাসাইল ও সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান তিনি। বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এবং সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান হাসপাতালে দেয়া পৃথকভাবে পিপিই গ্রহণ করেন।
এসময় ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি আশরাফুজ্জামান সোহেল, সখীপুর উপজেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ নেতা আহমেদ কামাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান পিপিই গ্রহণ করছেন
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সবার আগে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রয়োজন, যাতে তারা নির্ভয়ে স্বাস্থ্যসেবা দিতে পারেন ও করোনাভাইরাসের কারনে অন্যান্য সাধারণ রোগীরা যেনো স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। সে দিকে লক্ষ রাখতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, বুয়েটের সাবেক ছাত্র আমার বন্ধু মুশফিকের সৌজন্যে বাসাইল-সখীপুরের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য এ পিপিই দেওয়ার ব্যবস্থা করেছি। এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।’
…বাসাইলসংবাদ/ ০২ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন