নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মিন্টু মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। সাজাপ্রাপ্ত মিন্টু মিয়া উপজেলার জশিহাটী গ্রামের আনসার আলীর ছেলে।
বাসাইল থানার এএসআই শহীদুল ইসলাম বলেন, ‘মিন্টু দীর্ঘদিন ধরে ইয়াবা ও হিরোইনের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার জশিহাটী খেয়াঘাট এলাকা থেকে বেশ কয়েকটি ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে বিচারক তার দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।’
…বাসাইলসংবাদ/২১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন