নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘এসএসসি ২০০৯ ব্যাচ বিবর্তন বন্ধু মহল’-এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বাড়ি বাড়ি গিয়ে বাসাইল পৌরসভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, কর্মহীন ও অসহায় ৫০টি পরিবারের মাঝে ২ কেজি চাউল, আধা কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি আটা, এক কেজি পেঁয়াজ ও একটি করে সাবান বিতরণ করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি মোরাদ হোসেন, সাধারণ সম্পাদক দিলীপ রাজবংশী, সদস্য ফেরদৌস, মিথুন, রনি, তুষার, নাজমুল, ইমরোজ, যুবরাজ ও শফিকুলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনা আতঙ্কে দিনজমুরসহ বিভিন্ন ব্যক্তি ঘর থেকে বের হচ্ছেন না। ফলে কর্মহীন হয়ে পড়েছেন তারা। এ অবস্থায় অনেকে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এজন্য ‘এসএসসি ২০০৯ ব্যাচ বিবর্তন বন্ধু মহল’এর সদস্য তাদের সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ালেন।

প্রসঙ্গত, সংগঠনটি ২০১০ সাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও অসহায় মানুুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।
…বাসাইলসংবাদ/৩০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন