নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১২ মে) সকালে জেলা বিএনপির পক্ষে জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন উপজেলার কাউলজানী ইউনিয়নের ৫শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন। কাউলজানী দক্ষিণপাড়া এলাকায় জিয়াউল হক শাহীন উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণীর উদ্বোধন করেন।
পরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মো. শাফী ইথেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউলজানী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক। উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউলজানাী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহব্বত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাহিদ হাসান প্রমুখ।
প্রসঙ্গত, জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন দীর্ঘদিন ধরেই বাসাইল-সখীপুরের অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা করে যাচ্ছে।
…বাসাইলসংবাদ/ ১২ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন