নিজস্ব প্রতিবেদক : সারা দেশে এখন করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও লকডাউনও করা হয়েছে। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এই সময়ে দু’জন একত্র চলা নিষিদ্ধ থাকলেও করোনা ঝুঁকির মধ্যেই ১০-১২জন একত্র হয়ে তাস খেলছে। ঘটনাটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের বালিয়া উত্তরপাড়া গ্রামের। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে তাস খেলার চিত্রটি দেখা যায়। এছাড়াও বাসাইল পশ্চিমপাড়া বটতলা এলাকাতেও তাস খেলার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা প্রশাসনের কাছে করোনা প্রতিরোধে দ্রুত তাস খেলা বন্ধ করার জোর দাবি জানান।
…বাসাইলসংবাদ/২৬ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন