নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ খান প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ০৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন