নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিছন্নকর্মী করোনায় আক্রান্ত হয়। পরে বুধবার (২০ মে) তার দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। এছাড়াও তার পরিবারের অন্যান্য ১০জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাদের রিপোর্টেও নেগেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ২০০জনের নমুনা সংগ্রহ করা হয়। ২শ’ জনের মধ্যে ১৮০জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে একজনের নমুনায় করোনা পজেটিভ আসে। পরবর্তীতে করোনা আক্রান্ত ব্যক্তির রিপোর্টেও নেগেটিভ এসেছে।
ওই পরিছন্নকর্মী বাসাইল উত্তরপাড়া (কবরস্থান মোড়) এলাকার বাসিন্দা।
প্রসঙ্গত, গত ১৪ মে ওই পরিছন্নকর্মীর করোনা শনাক্ত হয়।
…বাসাইলসংবাদ/ ২১মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন