নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সদর ইউনিয়নের নাইকানীবাড়ী, মিয়াবাড়ী, ইশ্বরগঞ্জ ও কাউলজানী ইউনিয়নের কলিয়া বটতলা বাজার, মহেষখালী বাজার, বোর্ড বাজারসহ বিভিন্ন এলাকায় জিবাণুনাশক স্প্রে এবং ফগার মেশিনে ধোয়া দেয়া হয়। মেয়র নিজে উপস্থিত থেকে এসব জায়গায় স্প্রে করান। তিনি নিজেও বিভিন্ন জায়গায় স্প্রে করেন।

এরআগে তিনি পৌরসভার বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করান।
…বাসাইলসংবাদ/৩১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন