নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে গভীর রাতে নিজ বাসা থেকে তুলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদ- দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ডেইলি নিউ এইজ-এর জেলা প্রতিনিধি হাবিব খান, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক জে সাহা জয়, ইনডিপেনন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মামুনুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়।

এসময় উপস্থিত সাংবাদিকরা আরিফুল ইসলামকে অবৈধভাবে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ১৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন