নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ প্রকাশিত ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকুর কবিতার বই ‘ শ্রাবণ মেঘের স্বপ্ন’র পাঠন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে বাংলা একাডেমি আয়োজিত নতুন বইয়ের পাঠ উন্মোচন মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি প্রকাশ করেছে ‘এবং মানুষ’ প্রকাশনী।
কবি ও প্রকাশক আনোয়ার কামালের পরিচালনায় পাঠ উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ওপার বাংলার কবি দেবারতী ভট্টাচার্য, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, কবি রেজাউদ্দিন স্ট্যালিন। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন মোল্লা, কথাশিল্পী রাশেদ রহমান, উদীচীর কেন্দ্রীয় কমিটির সম্পাদক আরিফ নূর, লেখক মারুফ রসুল, অধ্যাপক স্বাতী চক্রবর্তী, অলক কুমার চৌধুরী, কবি মনিরুন নাহার, সাংবাদিক নজরুল ইসলাম, মাসুদুর রহমান মিলন প্রমুখ।
উল্লেখ্য, কাশীনাথ মজুমদার পিংকু টাঙ্গাইলের এলেঙ্গাস্থ লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক এবং এলেঙ্গা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি। ‘শ্রাবণ মেঘের স্বপ্ন’ তাঁর লেখা পঞ্চম গ্রন্থ। এর আগেও তাঁর চারটি ছড়াগ্রন্থ প্রকাশ হয়েছে।
…বাসাইলসংবাদ/২৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন