নিজস্ব প্রতিবেদক : এবারের অমর একুশে গ্রন্থমেলায় তরুণ কবি ও লেখক মালেক মুস্তাকিমের কবিতার বই ‘ঘুনপোকা মন’ প্রকাশিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি অন্বেষা প্রকাশনী ‘ঘুনপোকা মন’ কবিতার বইটি প্রকাশ করছে। মেলার ৩৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

লেখক একজন সরকারি কর্মকর্তা। তিনি সাহিত্য জগতে ছদ্মনামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মো. আবদুল মালেক। তিনি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রতিবছরই মেলায় তরুণ এই লেখকের কবিতার বই বা উপন্যাস প্রকাশিত হয়ে থাকে। এর মধ্যে তার লেখা চারটি কবিতার বই ও তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থসমূহ ‘ভুলের ভূগোল’, ‘বিষণ্নতাবিরোধী চুম্বনগুলি’ ও ‘তোমার সাথে হাঁটে আমার ছায়া’। উপন্যাস : ‘দেয়ালমুখী’, ‘ঘুমকুমার’ ও ‘নগরপুরুষ’।
তিনি এ বছর ‘ঘুনপোকা মন’ নামে একটি কবিতার বই লিখেছেন।
…বাসাইলসংবাদ/২৩ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন