নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে চীন, ইতালি, সৌদি, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ ফেরত ৮৬জন ব্যক্তি এখনও হোম কোয়ারেন্টিনের বাইরে রয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত ১০৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পালিয়ে বেড়ানো প্রবাসফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘চলতি মাসের ৯ মার্চ থেকে এ উপজেলায় বিভিন্ন দেশ থেকে ২২৫জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৩৯জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। আর এদের মধ্যে ৩৪জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি প্রবাস ফেরতদের দ্রুত হোম কোয়ারেন্টিনের রাখার ব্যবস্থা করা হবে।’
…বাসাইলসংবাদ/২৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন