নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে টানা দুইদিন চেষ্টার পর অবশেষে খুঁজে বের করা হয়েছে করোনা আক্রান্ত ব্যক্তিকে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে খুঁজে বের করতে সক্ষম হয় উপজেলা প্রশাসন। এ ঘটনায় ওই গ্রামটি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
ওই ব্যক্তি উপজেলার ঘোনারদেউলী গ্রামের বাসিন্দা। সে গাজীপুরের একটি কারখানায় শ্রমিকের কাজ করতো।
জানা যায়, গত ৭ তারিখে মির্জাপুরে এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত ছাড়া দ্বিতীয় আক্রান্ত ব্যক্তির কোন তথ্য ছিলো না জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। গত ৮ এপ্রিল টাঙ্গাইলে দুই করোনা রোগী শনাক্তের কথা জানায় আইইডিসিআর। কিন্তু জেলা থেকে পাঠানো করোনা নমুনার একটি রিপোর্ট প্রজেটিভ ও বাকি সব নেগেটিভ আসায় আক্রান্ত ব্যক্তির পরিচয় নিয়ে ধোয়াশায় ছিলো জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগকে আইইডিসিআর থেকে সেই ব্যক্তির নাম, উপজেলা আর মোবাইল নাম্বার দেয়া হলে সেই ব্যক্তির সন্ধানে নামে উপজেলা প্রশাসন। ওই ব্যক্তি করোনা আক্রান্তের তথ্য জেনে মোবাইল বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে মোবাইল ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে তাকে খুঁজে বের করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, ‘আক্রান্ত ওই ব্যক্তি গাজীপুরের একটি কারখানায় কাজ করতো। কাজের সুবাধে সে দীর্ঘদিন ধরে ওই এলাকাতেই বসবাস করতো। গাজীপুরে থাকা অস্থায় কয়েকদিন আগে সে জ্বর-সর্দি, কাশিতে আক্রান্ত হলে ঢাকায় আইইডিসিআরে তার নমুনা পরীক্ষা করায়। এতে তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে সে বিষয়টি জানতে পেরে বুধবার নিজ বাড়ি ঘাটাইল উপজেলা ঘোনারদেউলি পশ্চিম পাড়া এসে মোবাইল বন্ধ করে রেখে দেয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে খুঁজে বের করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন