নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে পূন্যার্থীদের ঢল নেমেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার কাঠুরী শিব মন্দিরে পূন্যার্থীদের এ ঢল নামে। কাঠুরি শিব পূজা উদযাপন পরিষদ কাঠুরি কেন্দ্রীয় শিব মন্দিরে এ পূজার আয়োজন করে। পূজা উপলক্ষে মন্দিরের পাশে মেলা বসেছে।
জানা যায়, হিন্দু ধর্মগ্রন্থে শিবরাত্রির রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবরাত্রি ফাল্গুন কৃষ্ণ চর্তুদশী তিথিতে পালন করা হয়। তিথি অনুসারে আজ ও কাল শিবরাত্রি পালিত হবে। শাস্ত্র অনুসারে শিবরাত্রির অর্থ হলো মহাকল্যাণকারী রাত্রি। শিবের অর্থ কল্যাণ এবং তিথীগুলির মধ্যে চতুর্দশীর অধিপতি শিব। শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে যারা শিবরাত্রি ব্রত পালন করেন, জপ, ধ্যান ও সাধনা করেন তারা ভগবান শিবের কৃপা লাভ করেন।
…বাসাইলসংবাদ/২২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন