নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে সোরোপিটিস্ট ইন্টারন্যাশনালের বয়ঃসন্ধি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাগরপুর মহিলা অর্নাস কলেজ মাঠে সোরোপিটিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা নামে একটি সংগঠন এ কর্মশালার আয়োজন করে ।
নাগরপুর মাহিলা কলেজের পরিচলনার কমিটির সভাপতি আ্যাড. মুলতান উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সোরোপিটিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা গ্রাম আ্যাকশন অফিসার ইয়ামিন রহমান,র্চ্যাটার্ডমেম্বার এসআই সিডি রিজিয়া সালাম, সাইকোলজি র্চ্যাটার্ড মেম্বার নাজ করিম, অক্সফোর্ড ইউনিভার্সিটি রাজনীতি ও ইতিহাস অনিকা নওরিন, তাজিন মুরশিদ ফেলো, সাদিয়া সূচনা ও কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান প্রমুখ।
সোরোপিটিস্ট ইন্টারন্যাশনাল ক্লাবের সদস্যরা বলেন, বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা নিয়ে লজ্জা না পেয়ে বরং তা শিক্ষক ও মা-বাবার সাথে আলোচনার করতে হবে। সরকার মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় বয়ঃসন্ধিকালে যৌন সমস্যাবিষয়ক কারিকুলাম সংযোজনের চিন্তা করছে। তাই আমরা প্রজনন স্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ হিসেবে স্বাস্থ্য প্রোগ্রামের মাধ্যমে তথ্য আদান প্রদান সেশন, কাউন্সেলিং এবং কর্মশালার উদ্যোগ নিচ্ছি যাতে মেয়েরা আরও বেশি জড়তা ভেঙ্গে এ ব্যাপারে সজাগ হয়।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিবাহকে না বলেন। পরে সোরোপিটিস্ট ইন্টারন্যাশনালের এর পক্ষ থেকে কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে গিফট হ্যাম্পার বিতরন করা হয়।
…বাসাইলসংবাদ/ ০৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন