নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় স্থানীয় নারীদের গণপিটুনির শিকার হয়েছেন আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি। গণপিটুনি দিলেও তাকে ধরে রাখতে পারেননি ওই নারীরা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই শিশু স্থানীয় একটি কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রী। গতকাল সন্ধ্যায় থানায় মামলা করতে যান শিশুটির মা। এ সময় তার সঙ্গে থাকা শিশুটির ইউনিফর্ম কাদায় মাখানো ছিল।
ওই শিশুর মা জানান, কয়েক দিন ধরে তার মেয়েকে বিরক্ত করছিল চার সন্তানের বাবা আবুল হোসেন। বিষয়টি জানতে পেরে তিনি মেয়েকে স্কুলে আনা-নেওয়া করতেন। কিন্তু গতকাল তিনি স্কুলে যেতে না পারায় মেয়েটি একাই স্কুল থেকে বাড়িতে আসতে থাকে। কিছু দূর আসার পর আবুল হোসেন জোর করে মেয়েটিকে ধানখেতের আলে নিয়ে ধর্ষণচেষ্টা করে।
শিশুর মা আরও জানান, ওই সময় তার মেয়ের চিৎকার শুনে আশপাশে থাকা নারীরা গিয়ে আবুল হোসেনকে পিটুনি দেন। তাকে আটকে রাখার চেষ্টা করেও ধরে রাখতে পারেননি তারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জানান, ঘটনাটি শোনার পর পুলিশকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানান, আসামিকে ধরতে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন