নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলার ৮ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত স্বামীর নাম আশরাফুল ইসলাম (২৭)। তিনি দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহা বেগমকে (২৪) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুস সামাদ বাদি হয়ে আশরাফুলকে আসামী করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। সোমবার দুপুরে আশরাফুলের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।
…বাসাইলসংবাদ/ ০২ মার্চ /একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন