নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইল জেলাকে লকডাউনের ঘোষণা দিয়েছেন প্রশাসন। লকডাউন চলাকালে টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসানো থাকবে। যাতে করে শহরে বা জেলার বিভিন্ন উপজেলায় গণপরিবহন ও কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে। আবার কেউ যেন বাইরে যেতেও না পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, লে: কর্নেল মোহাম্মদ সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘সকল সীমান্ত এলাকায় চেক পোস্ট বসিয়ে আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে টাঙ্গাইল জেলা লকডাউনের আওতায় থাকবে। টাঙ্গাইল জেলা ও শহরে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান বা সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ওষুধ, খাদ্য পণ্যবাহী যানবাহন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, সংবাদকর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এ ঘোষণার আওতায় পরবে না। তবে মহাসড়ক দিয়ে কেউ শহরে বা উপজেলায় প্রবেশ করতে পারবে না।’
…বাসাইলসংবাদ/ ০৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন