নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে গালা ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া মানুষ ও ঘারিন্দা ইউনিয়নের ভ্রাম্যমাণ বেদে পল্লীর শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, এনডিসি রোকনুজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রত্যেককে ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও একটি করে সাবান দেওয়া হয়।
…বাসাইলসংবাদ/৩০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন