নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা শ্রমিকদলের উদ্যোগে বেকার কর্মহীন শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধে বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের দিনমজুর ও হত-দরিদ্রের উপার্জন। যারা দিন আনে দিন খায় তাদের উপার্জন বন্ধ হওয়ায় আজ তারা অসহায় হয়ে পড়েছে। তাই শনিবার সকালে জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনিরের নেতৃত্বে শহরের নতুন বাসস্টান্ড এলাকায় কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক তত্বাবধানে প্রত্যেক পরিবারের জন্য ৫কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও জীবানুনাশক সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আমিন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, পৌর শ্রমিক দলের আহবায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডল ও বুলবুল আহমেদসহ শ্রমিক নেতৃবৃন্দ।
…বাসাইলসংবাদ/ ০৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন