নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দৈনিক সময়ের আলোর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মোজাফফর আলী।
অন্যান্যদের মধ্যে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, নিউএজের জেলা প্রতিনিধি হাবিব খান প্রমুখ। এছাড়াও বর্তমানের জেলা প্রতিনিধি এসএম আওয়াল মিয়া, দৈনিক খবরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, ঢাকাটাইমসের নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি একে বিজয়, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু কাওছার আহমেদ, ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আনন্দ টিভির (উত্তর) প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল, সময়ের আলোর বাসাইল প্রতিনিধি সানোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অতিথিরা পত্রিকার সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সুমন কুমার রায়।
…বাসাইলসংবাদ/ ০৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন