নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে চার ফার্মেসির মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের রেজিস্ট্রিপাড়ায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা ড্রাগ সুপার নার্গীস আক্তারসহ আইনশৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী বলেন, অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং বিক্রির অভিযোগে ডলি বিশ্বাসকে ৩০ হাজার টাকা, লুৎফর রহমানকে ১৫ হাজার টাকা, রাজীব সাহাকে ১৫ হাজার টাকা, অমল চন্দ্রকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৫ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন