নিজস্ব প্রতিবেদক : টানা ৭ দিন নিজের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন গৃহবধূ সোমা বেগম (২৩)। বৃহস্পতিবার রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়ায় বাবার বাড়িতে সুমা গত ২৬ মার্চ ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
জানা যায়, দেলদুয়ার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের শহীদুল ইসলাম লুলুর ছেলে সাব্বির হোসেন প্রায় ৬ বছর আগে প্রেম করে বিয়ে করেন পাশের গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের মেয়ে সোমাকে। বিয়ের ১ বছর পর সাব্বির বিদেশ চলে যান।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারবিক কলহের কারনে এ ঘটনা ঘটেছে।
…বাসাইলসংবাদ/ ০৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন