নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে নিরীহ ব্যক্তিদের নামে মামলা দেওয়ার প্রতিবাদে বন বিভাগের ধলাপাড়া রেঞ্জের সাবেক বটতলি বিট কর্মকর্তা সোলায়মন মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ঘাটাইল-সাগরদিঘি সড়কের কুশারিয়া নামকস্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কুশারিয়া গ্রামের নুরুল ইসলাম, গুইয়া গম্বীর গ্রামের আব্দুল গণি, কুশারিয়া পূর্বপাড়া গ্রামের মানিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধলাপাড়া রেঞ্জের সাবেক বটতলি বিট কর্মকর্তা সোলায়মন নিরীহ মানুষদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
এরআগে মিথ্যা মামলা দায়ের করার পেক্ষিতে সুবিচার পাওয়ার জন্য বিভাগীয় বনকর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা ।
…বাসাইলসংবাদ/ ০৯ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন