নিজস্ব প্রতিবেদক, ঘাটাইাল : টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ ফেব্রুয়ারি দিবস পালিত হয়। এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদের আত্মার প্রতি মাগফেরাত কামনা, শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াছমিন, পৌর মেয়র শহীদুজ্জামান খান, সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, সাবেক ডেপুটি এ্যার্টেনি জেনারেল শহীদুল ইসলাম প্রমুখ।
…বাসাইলসংবাদ/২১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন