নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল দক্ষিণপাড়ার রিফাত খানের নেতৃত্বে সাত বন্ধু মিলে দেশে করোনার প্রভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার কারনে উপার্জনহীন ও হতদরিদ্র ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) কাশিল দক্ষিণপাড়ায় রিফাত খান ও মো. চাঁদ মিয়া বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
রিফাত খান, আল মামুন খান, জাহিদ হাসান রনি, মো. আব্বাস, মো. চাঁদ মিয়া, মো. সোহেল খান ও মো. মনিরুজ্জামান মনু’র অর্থায়নে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি মাস্ক ও ১টি করে সাবান বিতরণ করেন। এ ছাড়াও ৫টি মসজিদে হাত ধোঁয়ার জন্য ১৮০টি সাবান বিতরণ করা হয়।
রিফাত খান বলেন, দেশের এমন সংকটময় মূহুর্তে সরকারের পাশাপাশি কর্মহীন অসচ্ছল মানুষের পাশে ক্ষুদ্র পরিসরে হলেও আমরা ৭বন্ধু মিলে সাহায্যের হাত বাড়াতে পেরেছি। আমাদের মতো সমাজের সকল বিত্তবান ব্যক্তি অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। যাতে করে অসহায় মানুষগুলো না খেয়ে মারা না যান।’
…বাসাইলসংবাদ/ ০৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন