নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে করোনা আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়াজের দাম বেশি নেয়ায় ও মূল্য তালিকা না থাকায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাল আদালত।
পেয়াজের দাম বেশি নেয়ায় শনিবার উপজেলার এলেঙ্গা কাঁচা বাজারে পাইকারি ব্যবসায়ী মফিজুলকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় এলেঙ্গা বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ ও আনিছুর রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে এলেঙ্গা বাজারের ৬ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান চলমান থাকবে।
…বাসাইলসংবাদ/ ২১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন