নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘বন্ধন’ এর অর্থায়নে টাঙ্গাইলের কালিহাতীর পৌর এলাকার কর্মহীন-হতদরিদ্র ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বন্ধন কার্যালয়ের সামনে থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি আলু, ১ কেজি ডাউল ও ১ টি সাবান।
এসময় স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, বন্ধন কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আসলাম সিদ্দিকী ভুট্টো, সাধারন সম্পাদক সুদিপ কুমার দত্ত মানুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন