নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘কাঞ্চনপুর উত্তর ছনকা পাড়া সেবা সংঘের’-এর উদ্যোগে দিনমজুর ও হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার কাঞ্চনপুর উত্তর ছনকা পাড়া মসজিদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন কাঞ্চনপুর সেবা সংঘের সভাপতি মো. মজনু মিয়া। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খোকন, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শামীম আল মামুন (আরজু), সমাজ কল্যাণ সম্পাদক মো. আক্কাস মিয়া, সিনিয়র যুগ্ন-সম্পাদক মো. সাহিদুল আলম বাবু , মো. মেহেদী হাসান কামন প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা মো..আরিফুল ইসলাম (বাকেজ) ও মো. আব্দুল জলিল মিয়ার দিক নির্দেশনায় তারা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
…বাসাইলসংবাদ/ ১২ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন