নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে সরকারের দেয়া জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি’র নেতৃত্বে সংশ্লিষ্ট মেম্বাররা ৬০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। একইদিন বিকেলে কলিয়া গ্রামের মেম্বার কামরুল সিকদার তার ওয়ার্ডের দিনমজুর, চা দোকানদার ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।
খাদ্য সামগ্রী হিসেবে তাদের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।
…বাসাইলসংবাদ/৩০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন