নিজস্ব প্রতিবেদক, মাভাবিপ্রবি : বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক কর্মকর্তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের কার্যালয়ে বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, যুগ্ম মহা-সচিব মোঃ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (হিরা)।
সভার মূখ্য আলোচনা করেন বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহা-সচিব মীর মোঃ মোর্শেদুর রহমান এবং সঞ্চালনা করেন খুলনা বিশ^বিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন।
বাসাইলসংবাদ/ ১৯ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন