নিজস্ব প্রতিবেদক : ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে ও করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষ ও পথচারীদের লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আনিছুর রহমান আনিছ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ১২ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন