নিজস্ব প্রতিবেদক, সখীপুর : সারা বিশ্বের করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে । সম্প্রতি বাংলাদেশেও হানা দিয়েছে এ নিরবঘাতক ভাইরাসটি। করোনা মোকাবেলা ও সচেতনতা সৃষ্টির জন্য সখীপুরে ১৩টি মসজিদ, ২টি মাদ্রাসা, ২টি প্রাথমিক বিদ্যালয় ও একটি এতিম খানায় মুসুল্লিদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাবান বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে জুমআ’র নামাজের পূর্বে সাংবাদিক জাকির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দৈনিক প্রথমকন্ঠ’র সম্পাদক এসএম জাকির হোসেন উপজেলার কীর্ত্তন খোলা, ধুমখালী, নয়া কচুয়া, কালিয়ান পাড়া, কামারপাড়াসহ ১৩টি মসজিদ, দুটি মাদ্রাসা ও কীর্ত্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় একটি এতিমখানায় সাবান বিতরল করেন। এসময় করোনা ভয়াবহতা, বিস্তার ও প্রতিরোধের উপায় সম্পর্কে উপস্থিত মুসুল্লিদের মাঝে সচেতনতামূলক আলোচনাও করেন তিনি।
সাবান বিতরণকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার শামছুল হক মুন্সি ও সখীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারী মুজিব কলেজের সহকারী অধ্যাপক প্রয়াত মুসলেম আবু শফী’র স্ত্রী হামিদা বেগম, মাওলানা মশিউর রহমান ও মাওলানা লাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ১৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন