নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সব ধরণের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। পাশাপাশি বিদেশ থেকে আসা ও হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি-পরিবারের সদস্যদের মসজিদে জুমার নামাজসহ অন্যান্য নামাজ আদায়, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপসনালে প্রবেশ না করার জন্য অনুরোধও জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন। বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
…বাসাইলসংবাদ/ ২০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন