অনলাইন ডেস্ক : করোনা আক্রান্তের ঝুঁকি এড়াতে অন্যদেশ থেকে ফিরে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে রেখেছে প্রতিটি দেশই। সেখানে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে না থেকে বরং এখানে ওখানে পার্টি করে বেড়িয়েছেন বলিউড গায়িকা কনিকা কাপুর। এমনকী স্ক্রিনিংয়ের জন্য বলা হলে তিনি নাকি বিমানের বাথরুমে লুকিয়ে থাকেন।
চলতি মাসের শুরুতে লন্ডন থেকে ভারতে ফেরেন ‘বেবি ডল’ খ্যাত কনিকা। তিনি করোনায় আক্রান্ত বলেও ভারতীয় মিডিয়া খবর প্রকাশ করেছে। এই মরণ ভাইরাস শরীরে নিয়ে কোনো বিধি নিষেধ না মেনে জনসমক্ষে যাওয়ার মতো অপরাধে ইতোমধ্যেই লখনউ পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
তবে বাথরুমে পালিয়ে থাকার অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কনিকা। তিনি বলেন, ‘এগুলো গুজব যে আমি স্ক্রিনিং করাব না বলে বাথরুমে লুকিয়েছিলাম। এটা কীভাবে সম্ভব যে, একটি আন্তর্জাতিক বিমান থেকে নামছি অথচ স্ক্রিনিং হচ্ছে না? আমাকে সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা হয়েছে। আমি এক রাত মুম্বইতেও ছিলাম।’
গায়িকার দাবি, ‘যেহেতু মুম্বাইতে লকডাউন চলছে তাই আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কিন্তু তখনও সরকারের কোনো নির্দেশ ছিল না যে, বিদেশ থেকে আসলে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। মুম্বাই থেকে আসার পরও আমার শরীরে কোনো উপসর্গই ছিল না। করোনা ধরা পড়ার চার দিন আগে আমার লক্ষণ শুরু হয়।’
কিন্তু অভিযোগ রযেছে, করোনাভাইরাসের মতো মরণরোগের লক্ষণ শরীরে থাকা সত্ত্বেও কনিকা লন্ডন যাওয়ার কথা গোপন করেন। চরম দায়িত্বজ্ঞানহীনের মতো লন্ডন থেকে ফিরেই লখনউতে পার্টি করেন।
সেই পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ ও আমলাসহ প্রায় ৩৫০ মানুষ। তাদের অনেকেই এখন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত গায়িকা কনিকা কাপুর রয়েছেন লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের আইসোলেশনে।
…বাসাইলসংবাদ/ ২৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন