নিউজ ডেস্ক : সারা বিশ্বে মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃত্যুহয়েছে ৯৫ হাজার ৭২২ জনের। এই রোগে ১৬ লাখ ৩৭ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর সর্বশেষ তথ্য জানা যায়, করোনায় মৃত্যুতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৮ হাজার ২৭৯ জনের প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। এর পরের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৯১ জনের।
স্পেনে মারা গেছেন ১৫ হাজার ৪৪৭, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ হাজার ৯০০ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে ফ্রান্সে।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ে এই মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপে।
‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৬৮ হাজার ৫৬৬। এরপর ১ লাখ ৫৩ হাজার ২২২ জন স্পেনে।
…বাসাইলসংবাদ/ ১০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন