অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বিয়ে করা এবং বিচ্ছেদ উভয়ের প্রতিই নিষেধাজ্ঞা জারি করেছেন দুবাইয়ের আদালত। গত বুধবার দুবাইয়ের বিচার বিভাগ জানায়, মহামারি ছড়িয়ে পড়ার প্রতিরোধ ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুবাইয়ের পারিবারিক আদালতের বিচারপতি খালেদ আল-হাওসনি বিভাগের ওয়েবসাইটে আরও জানিয়েছেন, যেসব দম্পতি যারা ইতিমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা এখনই বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, করোনার লকডাউনের মধ্যে নতুন বিয়ে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। করোনার প্রকোপে লকডাউনের মধ্যে চীনে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে।
দুবাইয়েও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবরে দাবি করা হয়। ফলে বিচার বিভাগের পক্ষ থেকে নোটিশ জারি করে স্পষ্ট বলা হয়েছে, লকডাউনের সময় বিয়েও করা যাবে না, বিবাহ বিচ্ছেদের আবেদনও করা যাবে না।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে এই রোগ যাতে বিস্তার লাভ না করতে পারে তাই জনসমাগম এড়ানোর উদ্দেশ্যেই এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ সবাইকে পালন করতে হবে।
সংযুক্ত আরব আমিরাতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ১৬ জন।
…বাসাইলসংবাদ/ ১১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন