নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় ওমান ফেরত এক ব্যক্তিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন। প্রবাস ফেরত ওই ব্যক্তি সখীপুর পৌর এলাকার বাসিন্দা।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ‘গত ৯ মার্চ পৌর এলাকার এক ব্যক্তি ওমান থেকে দেশে আসেন। পরে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। হোম কোয়ারেন্টাইন না মেনে তিনি জনস্মুখে ঘোরাফেরা করছিলেন। সরকারি নির্দেশ অমান্য করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে তাকে পুনরায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।’
…বাসাইলসংবাদ/ ১৯ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন