অনলাইন ডেস্ক : চীনের সীমা অতিক্রম করে ইতোমধ্যে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে আরও দুজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হন। সবমিলিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা চারজনে পৌঁছাল।
সোমবার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দ্য গলফ নিউজ
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার নতুন করে আরও ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৯ জনে পৌঁছাল।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সোমবার নতুন করে যে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চারজন আমিরাতের নাগরিক। এছাড়া বাংলাদেশের দুজন ছাড়াও ইতালির তিনজন, নেপালের দুজন এবং রাশিয়া, ভারত ও সিরিয়ার একজন করে নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ দিকে এর মধ্যে বিশ্বের প্রায় ১০৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩ হাজার ৮২৮ জন।
…বাসাইলসংবাদ/ ১০ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন